আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৫ঃ
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিপুরায় ‘সর্দার ১৫০ ইউনিটি মার্চ’ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। সোমবার এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান বলেন, যুব সমাজের মধ্যে ঐক্য, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এই পদযাত্রার মূল লক্ষ্য।
ত্রিপুরায় ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিটি জেলায় ৮ থেকে ১০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিদ্যালয় ও কলেজ পর্যায়ে সেমিনার, ক্যুইজ প্রতিযোগিতা, স্বদেশী মেলা, স্বচ্ছ ভারত অভিযান, নেশামুক্ত ভারত এবং ভারত নির্মাণের শপথ গ্রহণের মতো কর্মসূচিও নেওয়া হবে।
জাতীয় স্তরে পদযাত্রা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মস্থান গুজরাটের কারমসদ থেকে শুরু হয়ে এটি শেষ হবে স্ট্যাচু অব ইউনিটিতে। এই পদযাত্রায় প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে। পথে বিভিন্ন গ্রামে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ১৫০টি স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে।
ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, “সর্দার প্যাটেলের আদর্শ, দেশপ্রেম ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”