আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৫ঃ
আগরতলায় ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলছে তিনদিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী ‘ট্রিপেক্স–২০২৫’। আগরতলা নজরুল কলাক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় সার্কেল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই প্রদর্শনী থেকে উত্তর–পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য নিয়ে বিশেষ পিকচার পোস্টকার্ড সেট প্রকাশ করবে ডাক বিভাগ। এর মধ্যে থাকছে উজ্জয়ন্ত প্রাসাদ নীরমহল ও ঊনকোটি ছবি সম্পাদিত পিকচার পোস্ট কার্ড।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে উত্তর–পূর্বাঞ্চলীয় সার্কেলের চিফ পোস্টমাস্টার সঞ্জীব রঞ্জন জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা, নতুন প্রজন্মকে ডাক বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পরিচিত করা এবং ফিলাটেলিক সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলা।
তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে থাকবে মোট ১৩০টি ডিসপ্লে ফ্রেম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১,৮০০টি দুষ্প্রাপ্য ও থিমেটিক ডাকটিকিট সংগ্রহ প্রদর্শিত হবে।