আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৫ঃ
আগরতলা থেকে কলকাতা গামী ইন্ডিগো উড়ান ৬ই-৯২০৩ মঙ্গলবার দুপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল। উড়ানটি দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে এমবিবি বিমানবন্দর থেকে টেক অফ করে। কিন্তু টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে বলে জানা যায়।
সূত্রের খবর, পাখির ধাক্কায় বিমানের পাখার পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটির পর প্রায় ২০ মিনিট আকাশে ঘোরার পর পাইলট নিরাপদে বিমানটি আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সময় ছিল প্রায় দুপুর ১টা ৫ মিনিট। বিমানে থাকা শতাধিক যাত্রী ও ক্রু সদস্য সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর বিমানবন্দরে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে বিকল্প বিমানের অভাবে বহু যাত্রী বিমানবন্দরে আটকে রয়েছেন। যাত্রীদের একাংশ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত বিমানটি আপাতত এমবিবি বিমানবন্দরে রাখা হয়েছে এবং টেকনিক্যাল টিম বিমানটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে।
বিমানবন্দর অধিকর্তা কৈলাশ চন্দ্র মীনা জানান, “বিস্তারিত রিপোর্ট এখনো আসেনি। সম্ভবত টেকনিক্যাল কোনো সমস্যার কারণে পাইলটকে জরুরি অবতরণ করতে হয়েছে।”