আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিল মঙ্গলবার। যথারীতি স্বাভাবিক সময়েই রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে এ বছর। দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমী বায়ু প্রায় পুরোপুরিভাবে সরে গিয়েছে। আবহাওয়া দফতর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যেই মৌসুমী বায়ু পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতের অবশিষ্ট অঞ্চল থেকেও সরে যাবে।
উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এসেছে এবং এখন শুকনো আবহাওয়া শুরু হবে। অপরদিকে দক্ষিণ উপদ্বীপীয় ভারত, বিশেষত কেরালা ও তামিলনাড়ু অঞ্চলে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু খুব শীঘ্রই সক্রিয় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক বিদায় দেশের আবহাওয়াতে এবার শীতের আগমন ঘটবে। এরই সঙ্গে দক্ষিণ ভারতে শিগগিরই শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, যা মূলত তামিলনাড়ু ও কেরালায় শীতকালীন বৃষ্টিপাতের প্রধান উৎস হিসেবে বিবেচিত।