আগরতলা, ১৬ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে সম্প্রতি সংঘটিত ঘটনায় নিহত তিন বাংলাদেশি নাগরিকের মৃতদেহ আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পহরমুড়া সীমান্তের ১২ নম্বর গেট দিয়ে বিএসএফ-এর উদ্যোগে মৃতদেহ তিনটি বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার, বিদ্যাবিল সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি গরু চোরের আক্রমণে স্থানীয় এক যুবক মিঠুন তেলেঙ্গা নিহত হন এবং আরেকজন ধীরেন্দ্র তেলেঙ্গা গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা গণধোলাই দিলে ওই তিন বাংলাদেশি চোররের ঘটনাস্থলে মৃত্যু হয়।
বৃহস্পতিবার মৃতদেহগুলি হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১০৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার, খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার, চাম্পাহাওর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অপরদিকে বাংলাদেশের পক্ষে ছিলেন ৫৫ নম্বর ব্যাটালিয়নের বিজিবি কোম্পানি কমান্ড্যান্ট আবুল খায়ের, চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে খোয়াই থানা সূত্রে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।