আগরতলা, ১৯ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরার বিভিন্ন এলাকায় রবিবার বিশেষ অভিযান চালিয়ে মোট ২১ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশের নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা বলে জানা গেছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা বেআইনি পথে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দেশের অন্যান্য রাজ্যের বড় শহর গুলিতে যাওয়ার চেষ্টা করছিল।
অন্যদিকে, উত্তর ত্রিপুরা সীমান্তে বিএসএফ জওয়ানরা ১০ জন রোহিঙ্গাকে আটক করেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দিল্লি ও জম্মু থেকে এসে বাংলাদেশে মৌলভীবাজারে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিএসএফ জানিয়েছে, উৎসবকালীন সময়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই অভিযানে বিএসএফের তৎপরতা ও সতর্কতার ফলেই সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশ রোখা সম্ভব হয়েছে।