আগরতলা, ১৯ অক্টোবর, ২০২৫ঃ
উদয়পুর ত্রিপুরাসুন্দরী মন্দিরে আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা অনুষ্ঠিত হতে চলেছে। ২০ অক্টোবর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সাহা কল্যাণ সাগর পাড়ে কল্যাণ আরতিতে অংশগ্রহণ করবেন এবং ধন্যমানিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দীপাবলি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এবারের মেলায় থাকবে ১৯টি সরকারি দপ্তরের প্রদর্শনী স্টল সহ অন্যান্য ৬২০ টি দোকান। পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে ৮০০ জন ভলান্টিয়ার মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, তিনদিনব্যাপী এই উৎসব রাজ্যের বিভিন্ন জেলায় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মেলা প্রাঙ্গনের মধ্যেও দুটি স্থানে বড় স্ক্রিনে অনুষ্ঠান লাইভ দেখানো হবে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, মেলা প্রাঙ্গণে ৭৪টি সিসিটিভি ক্যামেরা, পুলিশ ওয়াচ টাওয়ার, কমান্ড পোস্ট এবং পুলিশ বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি টিএসআর, পুলিশ ও কুইক রেসপন্স টিম, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীরাও সার্বক্ষণিক তৎপর থাকবেন।