আগরতলা, ১৯ অক্টোবর ২০২৫ঃ
দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্যের অন্যতম তীর্থস্থান উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে ভক্তদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগরতলা–সাব্রুম–আগরতলা এবং আগরতলা–ধর্মনগর–আগরতলা রুটে দুটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন চলবে এই বিশেষ ট্রেনটি।
রেল সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও “দীপাবলি উৎসব–২০২৫” উপলক্ষে ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে ব্যাপক পুণ্যার্থীর আগমন প্রত্যাশিত। সেই কারণেই রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত শারদীয়া স্পেশাল ডেমু ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে আগরতলা–সাব্রুম এবং ধর্মনগর–আগরতলা রুটের দৈনন্দিন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন।
যাত্রীদের অসুবিধা বিবেচনায় নিয়ে রাজ্যের পরিবহন দপ্তর তড়িঘড়ি এনএফ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এরপর রবিবার রেলের পক্ষে এই দুটি বিশেষ ট্রেন চালুর ঘোষণা করা হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য নিয়মিত ট্রেন পরিষেবা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চালু থাকবে।