আগরতলা, ২২ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরায় আরেক দফা বিদ্যুৎ মাসুল বৃদ্ধির উদ্যোগ নিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ মারশুল বৃদ্ধির আর্জি জানিয়ে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে আবেদন করেছেন নিগম। প্রায় ২০ শতাংশ হার মাশুল বৃদ্ধির দাবি করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।
রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নিয়ে দাবি আপত্তি গুলি শুনতে আগামী ২৯ অক্টোবর এক গন শুনানির আয়োজন করেছে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সম্প্রতি কমিশনের কাছে মাশুল বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছে। তার ভিত্তিতে কমিশন ৯ অক্টোবর এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়, ১৮ অক্টোবর পর্যন্ত মাশুল বৃদ্ধির বিরুদ্ধে দাবি ও আপত্তি জানানো যাবে।
জানা গেছে, এবার মাশুল প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে সাধারণ গৃহস্থদের গড়ে প্রতি ইউনিটে প্রায় ৮ টাকা করে বিদ্যুৎ বিল গুণতে হয়। সঙ্গে রয়েছে ফিক্সড চার্জ, মিটার চার্জসহ অন্যান্য খরচ। যদি প্রস্তাবিত হারে ২০ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর হয়, তবে গ্রাহকদের প্রতি ইউনিটে কমপক্ষে দশ টাকা পর্যন্ত মাশুল দিতে হতে পারে।
রাজ্যে সর্বশেষ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছিল ২০২৩ সালের শেষদিকে। এর দুই বছরের মাথায় আবারও বৃদ্ধির পথে হাঁটছে রাজ্য বিদ্যুৎ নিগম।