আগরতলা, ২২ অক্টোবর, ২০২৫ঃ
রাজ্যজুড়ে ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার বনধ পালনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিভিল সোসাইটি অফ ত্রিপুরা। রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরোধিতা সহ মোট আট দফা দাবিতে এই বনধের ডাক দিয়েছে সংগঠনটি। বনধকে সফল করতে সারা রাজ্যে ৪৫টি স্থানে পিকেটিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ও তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, আগরতলায়, উত্তর গেট, সার্কিট হাউস ও মহাকরণের প্রবেশপথে পিকেটিংয়ে বসবে সংগঠনের সদস্যরা। তিনি বুধবার বিকেলে জিরানিয়া মহাকুমার সাধু চন্দ্রপাড়া, মাধববাড়ি সহ বিভিন্ন এলাকায় বনধ প্রস্তুতি পরিদর্শন করেন।
নতুন করে বুধবার বিকেলে এই বনধে সমর্থন জানিয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের স্বার্থে এই আন্দোলনে তারা পাশে থাকবে এবং সকলকে শান্তিপূর্ণভাবে বনধ পালন করার আহ্বান জানানো হয়েছে।
তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মাও এই বনধের দাবিগুলিকে সমর্থন জানিয়েছেন। যদিও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে তিনি ও রঞ্জিত দেববর্মা দু’জনেই স্পষ্ট করেছেন যে, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি সামাজিক আন্দোলন। রঞ্জিত দেববর্মা বলেন, “এই আন্দোলনে কোনও রাজনৈতিক পতাকা থাকবে না, সবাই জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করবেন।”