আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৫ঃ
আগরতলা পুরনিগমের শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এই দিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এবছর ২১টি ক্লাবকে বিভিন্ন বিভাগে শারদ সম্মান প্রদান করা হবে।
আজ আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, অন্যান্য বছরের মতো এবছরও চারটি জোনে শ্রেষ্ঠ ক্লাবগুলোকে বিভিন্ন বিভাগের জন্য পুরস্কৃত করা হবে। এছাড়াও থাকছে সেরার সেরা পুরস্কার।
সেন্ট্রাল জোনে শ্রেষ্ঠ প্রতিমার জন্য সূর্য তোরণ ক্লাব, শ্রেষ্ঠ মন্ডপের জন্য নেতাজী প্লে ফ্লোরাম সেন্টার, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য নবদিগন্ত ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য ব্লাড মাউথ ক্লাবকে পুরস্কৃত করা হবে।
সাউথ জোনে শ্রেষ্ঠ প্রতিমার জন্য উদীয়মান সংঘ, শ্রেষ্ঠ মন্ডপের জন্য মিলনচক্র ক্লাব, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য আপনজন ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য ভারত মাতা সংঘকে পুরস্কৃত করা হবে।
পূর্ব জোনের শ্রেষ্ঠ প্রতিমার জন্য স্ফুলিঙ্গ ক্লাব, শ্রেষ্ঠ মন্ডপের জন্য রামঠাকুর সংঘ, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য শিবনগর মর্ডাণ ক্লাব, এবং শ্রেষ্ঠ থিমের জন্য শতদল সংঘকে পুরস্কৃত করা হবে।
উত্তর জোনে শ্রেষ্ঠ প্রতিমার জন্য এলবার্ট ক্লাব, শ্রেষ্ঠ মন্ডপের জন্য শান্তিকামী সংঘ, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য নিউস্টার ক্লাব, এবং শ্রেষ্ঠ থিমের জন্য মহান ক্লাবকে পুরস্কৃত করা হবে।
পুরস্কার হিসেবে প্রত্যেক ক্লাবকে একটি ট্রফি এবং ২৫ হাজার টাকার চেক প্রদান করা হবে। এছাড়াও ৫টি ক্লাবকে বিভিন্ন বিভাগে সেরার সেরা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ প্রতিমার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, শ্রেষ্ঠ মন্ডপের জন্য কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব, শ্রেষ্ঠ থিমের জন্য কসমোপলিটন ক্লাব এবং মহিলাদের আয়োজিত শ্রেষ্ঠ পুজা হিসেবে শিবনগর মহিলা পূজা কমিটিকে পুরস্কৃত করা হবে। প্রতিটি ক্লাবকে এই ক্ষেত্রে একটি ট্রফি এবং ৫০ হাজার টাকার চেক প্রদান করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা।