আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৫ঃ
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রসার ঘটাতে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক আজ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বানে গঠিত এই টাস্ক ফোর্সের বৈঠকটি কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, ডোনার এর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি. আর. জেলিয়াং, এবং মেঘালয়ের জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের মন্ত্রী মার্কুইজ মারাক। আগরতলায় ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এর কনফারেন্স হলে
বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কৌশলগত নীতি ও প্রস্তাবনাগুলির ওপর ভিত্তি করে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে উত্তর পূর্বাঞ্চলকে ভারতের ‘সবুজ শিল্প কেন্দ্র’ ও ‘ইস্টার্ন স্টার্ট-আপ করিডর’ হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, বিনিয়োগ সুবিধা এবং আন্তঃরাজ্য সমন্বিত নীতিমালার উপর জোর দেওয়া হয়েছে।
এই খসড়া প্রতিবেদনটি ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এবং আইআইএম কলকাতা যৌথভাবে প্রস্তুত করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রতিবেদনের পরিপূর্ণ প্রস্তুতি, সুসংগঠিত উপস্থাপনা এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা ও ত্রিপুরা সরকারের ভূয়সী প্রশংসা করেন।