আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা সীমান্ত সুরক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আইজি বিএসএফ মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা ও অভিযান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। সীমান্ত ব্যবস্থাপনা, পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আইজি বিএসএফ উভয়েই সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিএসএফের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। উভয় পক্ষের এই বৈঠককে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।