আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরাজুড়ে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে ‘টোবাকো ফ্রি ইয়ুথ ক্যাম্পেইন–৩০’। ত্রিপুরা জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে গত ৯ অক্টোবর শুরু হওয়া এই রাজ্যব্যাপী প্রচারাভিযান চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
এই অভিযানের অগ্রগতি ও সমন্বয় নিয়ে আজ জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এক রাজ্যভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব ডা. নূপুর দেববর্মা। তিনি জানান, ২০২৩ সাল থেকে রাজ্যে এই কর্মসূচি চালু হয়েছে এবং এ বছর প্রতিটি জেলায় ৪০টি করে সচেতনতা অভিযান সংগঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানকে ১০০ শতাংশ তামাকমুক্ত ঘোষণার পাশাপাশি প্রতিটি জেলার ৫০ শতাংশ গ্রামকে তামাকমুক্ত গ্রাম করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তামাকবিরোধী প্রচারে সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়ানো হবে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে মাদকদ্রব্য বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার পরিকল্পনা রয়েছে।