আগরতলা, ৪ নভেম্বর, ২০২৫ঃ
বর্তমান রাজ্য সরকার সময়ের সাথে তাল মিলিয়ে জনজাতিদের উন্নয়নে একাধিক পরিকল্পনা রূপায়ণ করছে। মঙ্গলবার “চিফ মিনিস্টার ট্রাইবেল ওমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর আওতায় জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানের একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ত্রিপুরার জনজাতি মহিলাদের স্বনির্ভর করতে এবং ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে উৎসাহ দিতে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরে রাজ্যের ২০ হাজার জনজাতি মহিলাকে রিয়া ও পাছরা বোনার জন্য সুতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রায় ২ হাজার জনজাতি মহিলা সুতা পেয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, রিয়া ও পাছরা এখন রাজ্যের সীমানা পেরিয়ে অন্যান্য রাজ্যেও রপ্তানি হচ্ছে, যা জনজাতি নারীদের পরিশ্রম ও সৃজনশীলতার ফল। তিনি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্রু বা রিয়াং জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গত এক বছরে রাজ্য সরকার ৩২২ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, জনজাতি বিকাশ যোজনার আওতায় ৯,৩২৫ জনকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং জনজাতি সমাজপতিদের ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।