আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
উত্তর জল সঞ্চয় যাত্রা ২০২৫-এ রেকর্ড গড়ল উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। মাত্র দুই দিনে ৫৮,৫৮২টি সোক পিট নির্মাণ করে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন নিজেদের নাম তুলল ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ।
৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত এই ব্যাপক কর্মসূচির লক্ষ্য ছিল জল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধার। রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে যাচাই করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর অ্যাডজুডিকেটর তাপন দত্ত, যিনি এদিন জেলা প্রশাসক চান্দনী চন্দ্রানকে রেকর্ডের শংসাপত্র ও মেডেল প্রদান করেন।
জেলা প্রশাসক চান্দনী চন্দ্রান বলেন, “এই সাফল্য শুধুমাত্র প্রশাসনের নয়, জেলার প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ফল। ‘জল সঞ্চয়, জীবন সঞ্চয়’ এই বার্তাকে বাস্তবে রূপ দিতে আমরা এক ধাপ এগোলাম।”
এই অভিযানে জেলার সমস্ত ব্লক, গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও মিউনিসিপাল কাউন্সিল সক্রিয়ভাবে অংশ নেয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জল সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা ও টেকসই উন্নয়নের প্রচেষ্টা জোরদার করা।
জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলাতেও জল সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে।