আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
“ব্রহ্মকুন্ড মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মহামানবতার মিলন ও সম্প্রীতির উৎসব।”।” রাস পূর্ণিমা তিথি উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর সূচনা করে একথা বলেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ব্রহ্মকুন্ড মেলা এক ঐতিহাসিক মেলা যেখানে বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ একত্রে বসবাস করেন এবং সম্প্রীতির এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে তোলেন।
মন্ত্রী জানান, ব্রহ্মকুন্ড এলাকার সার্বিক উন্নয়নের জন্য ১৩ কোটি ৯৬ লক্ষ ৮০ হাজার ৮২৫ টাকা মঞ্জুর করা হয়েছে। খুব শিগগিরই উন্নয়নমূলক কাজ শুরু হবে এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে পর্যটকরা এই স্থানে এসে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন।
তিনি রাস পূর্ণিমার পুণ্য তিথিতে সকলের সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আনন্দ ও সম্প্রীতির পরিবেশে মেলা উপভোগের আহ্বান জানান।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তর উন্নয়নমূলক তথ্যসম্বলিত প্রদর্শনী স্টল স্থাপন করেছে। উদ্বোধনের পর কৃষিমন্ত্রী এসব স্টল পরিদর্শন করেন।