আগরতলা, ৬ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় সাত দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার যৌথভাবে ৪ ঘন্টার গনঅবস্থানে বসেছে যুব কংগ্রেস, ত্রিপুরা মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং সেবা দল।
কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, রাজ্যে নেশা সামগ্রীর বিস্তার, দুর্বল শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি গৃহীত হয়েছে। তারা অভিযোগ করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবিকা দুটোই সংকটের মুখে।
এই পরিস্থিতিতে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ, সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ রোধ, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে স্বাধীনভাবে কাজের সুযোগ প্রদান, ১২৫তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে সংসদে পাস করা এবং ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান, অটো, টমটম ও ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ, এই সাত দফা দাবি তুলেছে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, এই সাত দফা দাবির সঙ্গে রাজ্যের সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। সরকার অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নের পদক্ষেপ না নিলে গণআন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।