আগরতলা, ৫ নভেম্বর, ২০২৫ঃ
বর্ষা মরশুম আনুষ্ঠানিকভাবে শেষ হলেও ত্রিপুরায় এখনও বৃষ্টি থামার লক্ষণ নেই। টানা মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বজ্রঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে পাঁচদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরায় মেঘের দাপট বেশি থাকবে। পূর্বাভাস অনুযায়ী, রাতের দিকে বজ্রঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের উপর সক্রিয় নিম্নচাপ ও আরব সাগরের আর্দ্র বায়ু উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করায় এই অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। বর্ষা থেকে শীতে রূপান্তরের সময়কালীন আবহাওয়া পরিবর্তনের প্রভাবও এ সময়ে স্পষ্টভাবে দেখা দিচ্ছে। অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সক্রিয়তার কারণেই উত্তর-পূর্ব ভারতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে।
এছাড়া হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের আর্দ্রতার সংমিশ্রণে রাজ্যে বৃষ্টির প্রবণতা বেড়েছে।
আগরতলায় দিনের বেলায় আংশিক মেঘলা থাকলেও রাতে বৃষ্টির দাপট বাড়ছে।
এদিকে ধান কাটার মরশুমে অতিরিক্ত বৃষ্টিতে ফলনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মাঠে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। সবজি চাষিদেরও ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি ধীরে ধীরে কমে এলে নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হবে।