আগরতলা, ৭ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় সরকারের দুই শরিক দলের সাম্প্রতিক তীব্র বিভাগের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে এক বৈঠক করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। বৈঠকটিকে “ইতিবাচক” বলে অভিহিত করেছেন প্রদ্যোত কিশোর দেববর্মা।
বৈঠক শেষে প্রদ্যোত কিশোর দেববর্মা জানান, “আমাদের মধ্যে গঠনমূলক ও খোলামেলা আলোচনা হয়েছে। আমি আমার মতামত তুলে ধরেছি, মুখ্যমন্ত্রীও তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করেছেন। আমরা চাই এই আলোচনা ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণভাবে চলুক, যা ত্রিপুরার মানুষের জন্য উপকারী হবে।”
তিনি আরও বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থই এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাঁর কথায়, “আমরা সামনে এগোতে চাই, পিছনে নয়।”
প্রদ্যোত কিশোর স্পষ্ট করে জানান, “এই বৈঠকে কোনো নির্বাচনী আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ ইতিবাচক আলোচনা ছিল। আমরা সমাধান চাই, সংঘাত নয়। টিপ্রাসা অ্যাকর্ড নিয়ে প্রক্রিয়া এখনও চলছে।”
বৈঠকের আগে প্রদ্যোত দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার মূল উদ্দেশ্য রাজ্যের কল্যাণ এবং উপজাতি ও অউপজাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা। “সব কিছু রাজনীতি নয়,” তিনি বলেন, “আমরা ত্রিপুরার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই।”