আগরতলা, ৮ নভেম্বর ২০২৫ঃ
দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে “ভোট চুরি করে ক্ষমতা দখল” করার কংগ্রেসের অভিযোগের পক্ষে ত্রিপুরা রাজ্যে সহমত জানিয়েছেন প্রায় ২ লক্ষ ৪ হাজার নাগরিক। কংগ্রেস সূত্রে জানা গেছে, সারা দেশে সংগৃহীত এই গণস্বাক্ষরগুলি চলতি মাসের শেষে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।
রাজ্যে শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, কংগ্রেসের পক্ষ থেকে গত ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এক মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান-এ বিপুল সাড়া মেলে। তিনি বলেন, “রাজ্যের সাধারণ মানুষও এখন বুঝতে পারছেন— দেশের নির্বাচনী প্রক্রিয়া কতটা প্রভাবিত হয়েছে। তাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন,
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগেই বলে দিতে পারতেন কতটা আসন পাবেন। তখন কেউ কারণ বুঝতে পারেননি, এখন বোঝা যাচ্ছে — নির্বাচনী কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করেই ক্ষমতা দখল করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ইডি, সিবিআই এবং নির্বাচন কমিশন–এর মতো সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর দাবি,
“নরেন্দ্র মোদী মানুষের ভোটে নয়, প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসে দেশে একপ্রকার হিটলারের শাসন কায়েম করেছেন।”