আগরতলা, ৮ নভেম্বর ২০২৫ঃ
মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সীমান্তরক্ষীদের ভূমিকা আরও জোরদার করতে আজ এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ সদর দপ্তর, সালবাগানে। কর্মশালার মূল বিষয় ছিল,“মানব পাচার রোধে প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা।”
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ড. অর্চনা মজুমদার। উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী, সিনিয়র বিএসএফ আধিকারিকগণ, সীমান্তে মোতায়েন ব্যাটালিয়নের কমান্ড্যান্টরা, রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা এবং বিএসএফ-এর অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সদস্যরা।
কর্মশালায় মানব পাচার সংক্রান্ত চ্যালেঞ্জ, পাচারকারীদের রুট, সীমান্তবর্তী অঞ্চলে সচেতনতার অভাব ও পাচার প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে নারী ও শিশুপাচারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, তাই সমন্বিত নজরদারি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়।
ড. অর্চনা মজুমদার তাঁর বক্তৃতায় বলেন,
“মানব পাচার একটি গুরুতর সামাজিক সমস্যা। একে নির্মূল করতে প্রশাসন, সীমান্তরক্ষী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের প্রতিটি স্তরের যৌথ উদ্যোগ প্রয়োজন।”
তিনি বিএসএফ-এর সীমান্ত অপরাধ দমন ও পাচার রোধে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ও রাজ্য পর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান।