আগরতলা, ৮ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটন শিল্পকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার শুরু করল “ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫”। শনিবার ধলাই জেলার মনোরম পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জে উৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের লক্ষ্য— ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বহুমুখী জনজাতি সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।
পর্যটনমন্ত্রী জানান, গতবছর চারটি স্থানে আয়োজিত “ইউনিটি প্রমো ফেস্ট” ব্যাপক সাড়া ফেলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবছর রাজ্যের ছয়টি স্থানে দুইদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে আরও রঙিন ও আকর্ষণীয় করে তুলতে ফুড ফেস্টিভ্যাল, ফ্যাশন শো, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা যুক্ত করা হয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে ফ্যাশন শোতে প্রদর্শিত হবে ত্রিপুরার ১৯টি জনজাতি গোষ্ঠী এবং বাঙালি সমাজের ঐতিহ্যবাহী পোশাক।
রাজ্য সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা কেবল দেশীয় পর্যটকদের নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও আরও উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হবে।
পর্যটন দপ্তরের মতে, “ইউনিটি প্রমো ফেস্ট” শুধু বিনোদন নয়, বরং ‘একতা ও ঐতিহ্যের উৎসব’, যেখানে শিল্প, সংস্কৃতি ও মানুষের মিলনে ফুটে উঠছে এক ঐক্যবদ্ধ ত্রিপুরার ছবি।