আগরতলা, ৯ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় আসন্ন স্বশাসিত উপজাতি জেলা পরিষদ, এডিসি এবং বিভিন্ন নগর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ঘিরে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র উদ্যোগে রবিবার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যসহ দলীয় বিভিন্ন জেলা ও প্রদেশ নেতৃত্ব।
যদিও বৈঠকের মূল আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, “এডিসি এবং অন্যান্য লোকাল বডি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “দলকে সব দিক থেকে প্রস্তুত রাখতে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করা হচ্ছে।”
প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও জানান, “রাজনৈতিক দল হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। সামনেই এডিসি ও আগরতলা পুর নিগমের নির্বাচন রয়েছে। তাই দলকে সংগঠিতভাবে শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নীতি নির্ধারণের লক্ষ্যেই আজকের এই বৈঠক।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তিপ্রামথা দলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও আসন্ন এডিসি ও আগরতলা পুর নিগমের নির্বাচন, এই দুই প্রেক্ষাপটে বিজেপির এই সাংগঠনিক বৈঠককে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।