আগরতলা, ৯ নভেম্বর, ২০২৫ঃ
ভারতের লৌহ মানব ও প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একতা রেলি’। রাজ্যের আটটি প্রশাসনিক জেলাভিত্তিক এই রেলির আয়োজন করা হয়েছে। রবিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ বিজেপি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
রাজীব ভট্টাচার্য বলেন, “এক ভারত, শ্রেষ্ঠ ভারত— এই মূলমন্ত্রকে সামনে রেখে এবং দেশের ঐক্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে এই একতা রেলি আয়োজিত হচ্ছে।” তিনি আরও জানান, ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের আটটি প্রশাসনিক জেলায় ধারাবাহিকভাবে এই রেলি অনুষ্ঠিত হবে।
পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক একতা রেলি উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে থেকে শুরু হয়ে হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে শেষ হবে। এই রেলিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করবেন।
১৮৭৫ সালে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণে এবছর সারাদেশে প্রশাসনিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ত্রিপুরা প্রদেশ বিজেপিও রাজ্যজুড়ে একতা রেলির মাধ্যমে লৌহ মানবের আদর্শ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চলেছে।