আগরতলা, ১০ নভেম্বর ২০২৫ঃ
জিরানিয়া রেল স্টেশনে বহু কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ পাচার মামলায় বড় সোমবার মাদক কারবারি মান্তনু সাহাকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চের টিম। একই সঙ্গে তদন্তকারীরা তেলিয়ামুড়া, অভয়নগর ও হেরিটেজ পার্ক সংলগ্ন তার তিনটি বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শুরু হয় তল্লাশি অভিযান। প্রথমে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে মান্তনু। পরে তাকে হেরিটেজ পার্ক এলাকার বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী দল।
এই মামলায় ইতিমধ্যেই তিনজন অভিযুক্ত— অরুণ কুমার ঘোষ, হিমাংশু ঝা ওরফে সোনু এবং রাজীব দাসগুপ্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স উইং। অরুণ ঘোষকে কলকাতা থেকে ও হিমাংশু ঝাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল। ১৭ অক্টোবর জিরানিয়া রেলওয়ে স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন থেকে ১,০৭,৮০০ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স ইউনিট ইতিমধ্যেই রাজ্যের ভেতর ও বাইরে মাদক চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের সন্ধান শুরু করেছে।