আগরতলা, ১০ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় সারা রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে রান্নার গ্যাস সরবরাহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই উদয়পুর, জিরানীয়া ও মোহনপুরে প্রকল্পের কাজ চলছে। সোমবার আগরতলা রাজভবনে এক পর্যালোচনা সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে এই প্রকল্পের বিস্তারিত জানালেন টিএনজিসিএল-এর প্রতিনিধিরা।
গ্যাস বিতরণ ও সরবরাহের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গ্যাস উৎপাদন, সরবরাহ ও বিতরণে যুক্ত ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট, ওটিপিসি, নেপকো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, টিএনজিসিএল, গেইল সহ একাধিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। সভার শুরুতে রাজ্যে গ্যাস সরবরাহ ও বিতরণ ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে রাজ্যপালকে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
সভায় টিএনজিসিএল-এর প্রতিনিধি জানান, রাজ্যে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।
রাজ্যপাল সভায়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোলিয়ামজাত জ্বালানি মজুত রাখার নির্দেশ দেন এবং জ্বালানি সরবরাহে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি সঠিক সময়ে ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা অত্যন্ত জরুরি।”