জাল নথি তৈরির অভিযোগে এক মামলার তদন্তে ঊনকোটি জেলায় অভিযান শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে জাল নথি তৈরির অভিযোগে এক মামলার সূত্র ধরে বুধবার ভোর থেকে জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। এন আই ঊনকোটি জেলার বাসিন্দা পরিতোষ শীল রানু পালের সন্ধানে শুরু করেছে এই অভিযান। অভিযুক্ত পরিতোশীল কৈলাসহর থানার ভাগ্যপুর এলাকার বাসিন্দা এবং রানু পাল কুমারঘাট থানা নিদেবি এলাকার বাসিন্দা।
এনআইএ এই দুই ব্যক্তিকে একটি জাল নথি তৈরীর মামলায় জড়িত রয়েছেন দলে সন্দেহ করছে। তাছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনসহ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। ঘটনায় বুধবার বেলা বারোটা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে রানু পালের বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে আনআইএ।
এক বিবৃতিতে এনআইএ এর এই অভিযানের খবরের সত্যতা স্বীকার করেছে ত্রিপুরা পুলিশ। রাজ্য পুলিশ জানিয়েছে, একটি পুরনো মামলার তদন্তে এনআইএ রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। রাজ্য পুলিশের তরফে তাদের সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।