আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা ক্রীড়া পর্ষদের নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। মঙ্গলবার পর্ষদের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এনএসআরসিসি সেন্টারে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের অভিভাবকদের যদি কেন্দ্রের ভিতরে বসতে হয়, তবে তাদের মাসে ১০০ টাকা ফি দিতে হবে। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকর হবে।
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণরত খেলোয়াড়দের জন্য আই-কার্ড তৈরি বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও যদি এনএসআরসিসি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ বা বসার অনুমতি চান, তাহলে তাদেরও আই-কার্ড নিতে হবে, যার জন্য মাসিক ১০০ টাকা পরিশোধ করতে হবে।
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। আজ সকাল থেকেই বহু অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে এনএসআরসিসি কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ জানান। তাদের অভিযোগ, সরকার পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে অভিভাবকদের প্রবেশে আলাদা ফি আরোপ অন্যায্য এবং অমানবিক সিদ্ধান্ত।
একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “আমরা প্রতিদিন আমাদের সন্তানদের অনুশীলনে দেখতে আসি, তাদের পাশে দাঁড়াই। এখন যদি বসার জন্যও টাকা দিতে হয়, তাহলে সাধারণ পরিবারের পক্ষে তা সম্ভব নয়।”