আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গ্রাহকদের সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যে সম্পদ বিমা ক্ষেত্রে এক কর্পোরেট টাই-আপ সংক্রান্ত এক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের সম্পদের সুরক্ষার জন্য আধুনিক ও নির্ভরযোগ্য বিমা পরিষেবা পাবেন। উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন আর্থিক সুরক্ষা পণ্য ও বিমা পরিষেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সম্মাননীয় চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা এবং মার্কেটিং ডিভিশনের চিফ ম্যানেজার, রাজীব নয়ন। জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ব্যাংকঅ্যাস্যুরেন্স অফিসার অভিষেক সিং, ব্যাংকঅ্যাস্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্বেতা সিং এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিরক চ্যাটার্জি।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহযোগিতার মাধ্যমে প্রতিটি গ্রাহকের সম্পদ সুরক্ষিত রাখা ও তাদের আর্থিক স্থিতি আরও মজবুত করা সম্ভব হবে।