আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে মূলত মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্পের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রস্তাবিত এই সার্কিটটি ৪ রাত ও ৫ দিনের ভ্রমণপথ হিসেবে গঠন করা হয়েছে, যেখানে আগরতলা, নীরমহল, সিপাহিজলা, উদয়পুর, ছবিমুড়া ও ডুম্বুর অন্তর্ভুক্ত থাকবে। সার্কিটটির লক্ষ্য ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক গুরুত্বকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রস্তাবটির প্রশংসা করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নে কেন্দ্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সরকারি সূত্রে জানা গেছে, মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন অবকাঠামোয় বড় ধরনের উন্নতি হবে, পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম সমন্বিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পকে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে দেখছে রাজ্য সরকার।