আগরতলা, ১৩ নভেম্বর ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক বিভাগের ভৌগলিক সীমানার জিআইএস ভিত্তিক মানচিত্রকরণ করল রাজ্য প্রশাসন। রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তর ও ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
দপ্তর সূত্রে জানা গেছে, এমজিএনরেগা প্রকল্পের সম্পদ ও পঞ্চায়েত এলাকার সীমারেখার মধ্যে বিভ্রান্তি দূর করার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে সমস্যার কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পটি দুই ধাপে সম্পন্ন হয়েছে। প্রথমে জিপিএস নির্ভর তথ্য সংগ্রহ এবং পরবর্তীতে উচ্চ-রেজোলিউশনের উপগ্রহচিত্র বিশ্লেষণের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়।
ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানী ড. সুজিত দাস জানান, “প্রশাসনিক সীমানার সঠিক নির্ধারণ কার্যকর শাসন ও পরিকল্পনার জন্য অত্যন্ত জরুরি। ব্যবহৃত উপগ্রহচিত্রের গুণমান এতটাই উন্নত ছিল যে, প্রতিটি সীমানা নিখুঁতভাবে যাচাই করা সম্ভব হয়েছে।”
প্রকল্পের আওতায় রাজ্যের ১,১৭৬টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির সীমারেখা ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের যাচাইয়ের পর চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি , আগরতলা কর্তৃক প্রত্যয়িত হয়েছে।