আগরতলা, ১৪ নভেম্বর, ২০২৫
ত্রিপুরায় উচ্চশিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করে রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা হাবে পরিণত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার, এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার আগরতলা টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টিআইইউটির এই উদ্যোগ শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, গোটা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। তিনি জানান, এই প্রতিষ্ঠানে ত্রিপুরার পাশাপাশি পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসরণ করছে। বহুমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী পদ্ধতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিতে এই নীতির গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজ্য সরকার অবিচল বলেও জানান মুখ্যমন্ত্রী। শিক্ষক–শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী পরিকাঠামো নির্মাণ এবং সকলের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, “ত্রিপুরা বর্তমানে এক সামগ্রিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে। পরিকাঠামো, যোগাযোগব্যবস্থা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
অনুষ্ঠানে টিআইইউটি এবং মহিলা পলিটেকনিক কলেজের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়।