আগরতলা, ১৪ নভেম্বর, ২০২৫ঃ
ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় দ্রুতগতিতে বাড়ছে এইচআইভি ও এইডস সংক্রমণ। প্রায় ৭৫ হাজার মানুষের এই অঞ্চলে গত এক বছরে ২০০-র বেশি নতুন সংক্রমণের কেস ধরা পড়েছে, যার মধ্যে ৭০ শতাংশই যুবক। স্বাস্থ্য দপ্তরের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে গণ্ডাছড়ায় এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরিঞ্জের মাধ্যমে মাদক সেবনের কারণে যুবসমাজের মধ্যে সংক্রমণের প্রধান কারণ। হেরোইন ও ব্রাউন সুগারের মতো মাদক ব্যবহারের সময় একই সিরিঞ্জ অনেকের ব্যবহার করার ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। গণ্ডাছড়া বাজার, চৌকিদার পাড়া, নারায়ণপুর এবং বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকাগুলিকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের একমাত্র এইডস কাউন্সেলর দিয়ে বিশাল এলাকায় পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। যার ফলে নিয়মিত টেস্টিং, কাউন্সেলিং এবং এআরটি ওষুধ সরবরাহে সমস্যা হচ্ছে। অনিয়মিত ওষুধ সেবনে প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সংক্রমণ আরও সহজ হচ্ছে।
চিকিৎসকদের মতে, খোলাবাজারে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত অনেক পজিটিভ রোগী আছেন, ফলে অজ্ঞতার কারণে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও বাড়ছে।
শিরার মাধ্যমে মাদক ব্যবহারকারীদের ওপর এক পর্যবেক্ষণে, ৫৩.৮ শতাংশের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে।