আগরতলা, ১৭ নভেম্বর ২০২৫ঃ
অষ্টম বেতন কমিশন, বকেয়া ডিএ প্রদান, পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালুর দাবিসহ ১৪ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি। আন্দোলনের অঙ্গ হিসাবে ১৬ নভেম্বর আগরতলায় গণঅবস্থান ও মিছিল আয়োজনের পরিকল্পনা করলেও সেই অনুমতি দেয়নি সদর পুলিশ প্রশাসন। এর প্রতিবাদে রবিবার প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন।
সংগঠনের সভানেত্রী মহুয়া রায় অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে মিছিলের অনুমতির আবেদন করা হলেও শেষ মুহূর্তে পুলিশ পর্যাপ্ত কর্মীসংখ্যার অভাব দেখিয়ে আবেদন খারিজ করে দিয়েছে। তাঁর দাবি, সরকারের নির্দেশেই আন্দোলন ঠেকাতে পুলিশের এই অনীহা দেখা যাচ্ছে।
বিক্ষোভ মঞ্চ থেকে তিনি আরও অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের নিয়ে শাসক দল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার বেশিরভাগই এখনও পূরণ করা হয়নি। ফলে কর্মচারী মহলে ক্ষোভ বাড়ছে।
সমন্বয় কমিটির অভিযোগ, তাদের প্রতিটি আন্দোলন কর্মসূচিতেই অনুমতি প্রদানে পুলিশ প্রশাসন অযথা জটিলতা তৈরি করছে। নেতৃত্বের বার্তা, “যত বাধাই আসুক আন্দোলন থামবে না। রাস্তায় নেমেই আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।” একই সঙ্গে তারা দাবি করেন, সরকার কেন বারবার অনুমতি বাতিল করছে, তার স্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে আনতে হবে।