আগরতলা, ১৬ নভেম্বর ২০২৫ঃ
জাতীয় প্রেস দিবস উপলক্ষে রবিবার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত রাখতে সংবাদপত্র ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিন্যাসকে দৃঢ়ভাবে ধরে রাখা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব, কারণ সংবাদমাধ্যম সমাজের “দর্পণ” হিসেবে কাজ করে।
এবারের জাতীয় প্রেস দিবসের মূল প্রতিপাদ্য— ‘Safeguarding Press Credibility Amidst Rising Misinformation’। এই উপলক্ষে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক— অমরপুরের প্রাণময় সাহা এবং কৈলাসহরের অনুপম ভট্টাচার্যকে। তাঁদের হাতে শাল, স্মারক এবং অর্থরাশি তুলে দেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকতার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সঠিক সংবাদ পরিবেশন একটি শিল্প, আর সাংবাদিকতা পেশা হলেও এর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাই সবচেয়ে জরুরি। বর্তমান সামাজিক মাধ্যম–কেন্দ্রিক যুগে ভুয়ো সংবাদের প্রভাব ক্রমশ বাড়ছে, প্রতিদিন মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সংবাদমাধ্যম, প্রশাসন ও সমাজকে একযোগে ভাবতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বের সাংবাদিকদের সঙ্গে প্রতিযোগিতায় রাজ্যের সাংবাদিকরা কোনও অংশে পিছিয়ে নেই। তিনি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, নতুন প্রজন্মের সাংবাদিকদের নৈতিক সাংবাদিকতা, সংবাদ যাচাই এবং উপস্থাপনার ওপর মাসিক কর্মশালার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে।