আগরতলা, ১৭ নভেম্বর, ২০২৫ঃ
আগরতলা শহরের পরিবহন ব্যবস্থার উপর সোমবার এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে নগর পরিবহন ব্যবস্থার বিভিন্ন প্রতিবন্ধকতা ও সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ করে তোলার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে শহরের বাড়তে থাকা যানবাহনের চাপ, রাস্তার ক্ষমতা, পথনিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নতি এবং নগর পরিকল্পনার ভবিষ্যৎ দিক নির্দেশনার বিষয়কে খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রী জানান, আগরতলাকে একটি আধুনিক, গতিশীল ও জনবান্ধব শহরে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণই হবে সরকারের মূল লক্ষ্য।
এদিন বৈঠকে, আগরতলা মহারাজগঞ্জ বাজার থেকে নেতাজি চৌমুহানি পর্যন্ত করিডর উন্নয়ন প্রকল্প, ব্যাটতলা বাজারের পুনর্বিকাশ পরিকল্পনা এবং শহরের গতিশীলতা নিয়ে একটি বিস্তারিত মানচিত্র উপস্থাপন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ বাজারাঞ্চলগুলিকে আধুনিক রূপ দেওয়া, পথচারী চলাচল সুবিধাজনক করা, যানজট কমানো এবং গণপরিবহনের দক্ষতা বাড়ানোর মতো বিভিন্ন প্রস্তাবও আলোচনায় উঠে আসে।
বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শহরের উন্নয়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।