আগরতলা, ১৭ নভেম্বর, ২০২৫ঃ
চাকরি নিয়মিতকরণের দাবিতে আগামী ডিসেম্বর মাস থেকে লাগাতোর আন্দোলন শুরু করতে চলছে ত্রিপুরা অনিয়মিতি কর্মচারী মঞ্চ। এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি অভিযোগ করেন, রাজ্যে অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের বিষয়ে রাজ্য সরকারের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ৪ জুলাই, সংগঠনের পক্ষ থেকে মহাকরণ অভিযান করে মুখ্যসচিবের নিকট ৮ দফা দাবি পেশ করা হয়েছিল। মুখ্যসচিব দাবিগুলির প্রতি সহমত পোষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
দাবিগুলো পূরণের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিল। কিন্তু দীর্ঘ চার মাস অতিক্রান্ত হলেও এই সময়ের মধ্যেও কোনো সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়েই আন্দোলন কর্মসূচি নেওয়ার পথে হাঁটছে অনিয়মিত কর্মচারী মঞ্চ। সংগঠন তার দাবিগুলির প্রচারে ১৪ ডিসেম্বর উদয়পুরে, ২১ ডিসেম্বর ধর্মনগরে গণবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই গণঅবস্থান কর্মসূচি থেকে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে প্রচারপত্র বিলি করা হবে। যদি এরপরও সরকার নড়েচড়ে না বসে, তবে আগামী জানুয়ারি মাসে আগরতলায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
উল্লেখ্য, ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এই সময়ের মধ্যে যদি রাজ্য সরকার তাদের সমস্যার সমাধান করে কমিটেড এক্সপেনডিচারে অন্তর্ভুক্ত করত, তবে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার সেই ব্যয়ভার নিত। কিন্তু সরকার সে পথে না হাঁটায় সমস্যাকে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে বলে দাবি সংগঠনের।