আগরতলা, ১৯ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন ও ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি বিজেপি’র সঙ্গে জোট করবে, এই প্রশ্নে দুটি সাংগঠনিক বৈঠক করলেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। বৈঠকে দলের অধিকাংশ বিধায়ক, এমডিসি ও যুব-ছাত্র নেতৃত্ব একক লড়াইয়ের পক্ষে মত জানিয়েছেন। বিশেষত ২০২৬ সালের এডিসি নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার দাবি করেছেন দলের অধিকাংশ নেতা কর্মীরা।
এদিকে ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরই নির্বাচন কৌশল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দু’দফা বৈঠক করেছেন প্রদ্যোত দেববর্মা। দুই পক্ষের আলোচনায় রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজেপি ও তিপ্রা মথা একযোগে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তি দ্রুত সম্পাদনের জন্য রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রদ্যোত দেববর্মা বলেন, “হিংসা আমাদের ধ্বংসের পথে নিয়ে যাবে। ভোট আসবে, যাবে, কিন্তু রাজ্যের ঐক্য ও সংহতি সর্বাগ্রে রক্ষা করতে হবে।” তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের দূরদৃষ্টি ও উন্নয়নমূলক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ভূমি সংরক্ষণ আইন থেকে শুরু করে উচ্চশিক্ষা ও মহিলাদের শিক্ষায় যে ভিত্তি মহারাজা স্থাপন করেছিলেন, তার সুফল আজও সমগ্র ত্রিপুরা পাচ্ছে। তাঁর আদর্শ ভুলে গেলে ভবিষ্যৎ প্রজন্মই ক্ষতিগ্রস্ত হবে।”