আগরতলা, ২১ নভেম্বর ২০২৫ঃ
রাজ্যের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়ে ত্রিপুরা সরকারের সিএম সাথ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আর্থিক প্রতিবন্ধকতার জন্য কোনও মেধা যাতে হারিয়ে না যায়, সেই উদ্দেশ্যেই সি.এম.-সাথ চালু করা হয়েছে। এটা সব সমস্যার সমাধান না করলেও, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্যপূরণে উৎসাহ ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে।”
তিনি জানান, শিক্ষাই মানব উন্নয়নের মূল শক্তি এবং শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরতা ও সমাজে মর্যাদা অর্জিত হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ যুব সমাজের উপর নির্ভরশীল এবং গুণগত শিক্ষা নিশ্চিত করলেই ভারত শ্রেষ্ঠত্বের পথে এগোবে।
জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, উদ্ভাবনী ক্ষমতা, দক্ষতা, মেয়েদের স্বশক্তিকরণ এবং দেশপ্রেম গড়ে তুলতে রাজ্য সরকারও একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে, সারা রাজ্য থেকে নির্বাচিত ২০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রতীকীভাবে ৩২ জনের হাতে রেপ্লিকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।