আগরতলা, ২১ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা সরকার রাজ্যের সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকাটি নিয়ে নতুন একটি নগর পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু-র পক্ষে রাজ্য সরকারের সচিব অভিষেক সিং এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছেন।
বর্তমানে সিপাহীজেলা জেলার জেলা সদর বিশ্রামগঞ্জ। প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যারও ক্রমবর্ধমান চাপ সামলাতে উন্নত নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
২০২০ সালের এক তথ্য অনুযায়ী, বিশ্রামগঞ্জের আয়তন ৪.১ বর্গ কিলোমিটার, এবং মোট জনসংখ্যা ৮,৯৩৫ জন।
ত্রিপুরায় বর্তমানে ১৯টি নগর পঞ্চায়েত এবং তার সঙ্গে আগরতলা পুর নিগম রয়েছে। এই নগর এলাকাগুলোতে মিলিয়ে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৬০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্রামগঞ্জ যুক্ত হলে রাজ্যে নগর পঞ্চায়েতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ২০টি।
নতুন নগর পঞ্চায়েত যুক্ত হওয়ার ফলে সিপাহীজেলা জেলার নগর পরিষেবা আরও বিস্তৃত হবে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে গতি আসবে বলে প্রশাসনিক মহলের ধারণা।