আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগকে বাস্তবায়নের পথে এগিয়ে গেল। সোমবার প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী মানিক সাহা ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা ২.০ এবং একসঙ্গে ১৫ হাজার পরিবারের মেগা গৃহ প্রবেশ অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী জানান, গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নই রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো সহ প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। তিনি বলেন, “গ্রামীণ এলাকার মানুষের উন্নয়ন ঘটিয়ে তাদের মর্যাদা বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ।”
প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একসঙ্গে ১৫ হাজার পরিবারের পাকা বাড়িতে প্রবেশকে মুখ্যমন্ত্রী একটি “ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করেন। তিনি আরও জানান, যোজনার সুফল দ্রুত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছালে গ্রামীণ জীবনে এক নতুন দিগন্তের সূচনা হবে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। তাদের উন্নয়নের লক্ষ্যে গ্রাম সমৃদ্ধি যোজনা আরও গতি আনবে। তিনি আরও জানান, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ত্রিপুরায় ৩ লক্ষ ৭০ হাজার পরিবারকে পাকা বাড়ি প্রদান করা হয়েছে।