আগরতলা, ২৫ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা বর্তমানে প্রতিদিন গড়ে ২৩ ঘণ্টা ৪৯ মিনিট বিদ্যুৎ সরবরাহ করছে এবং বিদ্যুৎ বিতরণে দেশে চতুর্থ স্থানে রয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। জাতীয় ফিডার মনিটরিং সিস্টেমের রিপোর্টের ভিত্তিতেই এই তথ্য উঠে এসেছে।
মন্ত্রী জানান, গ্রামাঞ্চলে প্রতিদিন ২৩ ঘণ্টা ৪৩ মিনিট এবং শহরাঞ্চলে ২৩ ঘণ্টা ৫৯ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “আগে যেখানে দিনে প্রায় ২১ ঘণ্টা বিদ্যুৎ পেত রাজ্য, এখন তা বেড়ে ২৩ ঘণ্টা ৪৯ মিনিটে দাঁড়িয়েছে। গত সাত-সাড়ে সাত বছরে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে।”
রুখিয়া ১২০ মেগাওয়াট প্রকল্পের কাজ শুরু
রুখিয়া ১২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দিয়েই এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, সেপাইজলা জেলার রুখিয়ায় ১৯৯০ থেকে ২০০৬ সালের মধ্যে ছয় ধাপে নির্মিত গ্যাসভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট নয়টি ওপেন সাইকেল টারবাইন ইউনিট রয়েছে। তার মধ্যে প্রথম ছয়টি ৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটের উৎপাদনকাল শেষ হওয়ায় সেগুলি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ২১ মেগাওয়াট ক্ষমতার তিনটি সক্রিয় ইউনিট মিলে কেন্দ্রটির মোট ক্ষমতা ৬৩ মেগাওয়াট হলেও গ্যাসের স্বল্পতার কারণে মাত্র ১৯ মেগাওয়াট উৎপাদন হচ্ছে।