আগরতলা, ২৫ নভেম্বর, ২০২৫
আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসকে কেন্দ্র করে ৩ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ‘খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫’। এই উপলক্ষ্যে সোমবার এক প্রস্তুতি সভা করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের। সভায় জানানো হয়, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর বাধারঘাটস্থিত দশরথ দেব স্মৃতি স্টেডিয়ামে দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক প্যারা গেমসের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই রাজ্যস্তরের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসে রাজ্যের ৮ জেলায় একযোগে আয়োজিত হবে জেলা পর্যায়ের প্যারা গেমস। এবছর খেলো ত্রিপুরা প্যারা গেমসে অংশগ্রহণকারীরা শটপাট, টাগ অব ওয়ার, ৫০ মিটার দৌড়, রাইন্ড ক্রিকেট, রিং-থ্রো, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, দাবা, হুইলচেয়ার রেস, ক্যারম, সাঁতার, স্টেন্ডিং বোর্ড জাম্প, বুসি, আবৃত্তি সহ মোট একাধিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। জেলা প্রতিযোগিতায় অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকবে। প্রতিটি জেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা অংশ নেবেন রাজ্যস্তরের মূল প্রতিযোগিতায়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করছে।