আগরতলা, ২৬ নভেম্বর, ২০২৫ঃ
সারা দেশের সাথে তাল মিলিয়ে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনেও বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সংবিধান বাঁচাও দিবস। মূলত সংবিধানের মূল চেতনা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকারকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন কংগ্রেস ভবনে উপস্থিত নেতৃবৃন্দ সংবিধান রচয়িতা ড. ভিমরাও আম্বেদকর-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আম্বেদকরকে স্মরণ করে বক্তারা বলেন, ন্যায়, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের মর্মবাণীকে ধারণ করে যে সংবিধান ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা রক্ষায় প্রত্যেক নাগরিকের সচেতন থাকা জরুরি।
এরপর দলের পক্ষ থেকে সংবিধানের প্রস্তাবনা পাঠ করানো হয়। কংগ্রেস জানায়, দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে এবং সংবিধান বিরোধী কোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লক ও জেলার কংগ্রেস কর্মীরা।