আগরতলা, ২৮ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ ২০২৫ সালের ডায়মন্ড জুবিলি বিএসএফ রাইজিং ডে উদযাপন করেছে। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সিরিজের অংশ হিসেবে, নীরমহলে একটি বিশেষ ট্যাটু শো আয়োজন করা হয়। শো তে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, অস্ত্র প্রদর্শনী এবং বিএসএফ ব্যান্ড শো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় শক্তি এবং প্রতিরক্ষা সম্পর্কে সচেতন করা, বিএসএফ—ভারতের ‘প্রথম প্রতিরক্ষা রেখা’ হিসেবে পরিচয় করানো এবং তাদেরকে সশস্ত্র বাহিনীতে ক্যারিয়ার গড়ার জন্য অনুপ্রাণিত করা।
এদিকে ডায়মন্ড জুবিলি বিএসএফ রাইজিং ডে উপলক্ষে লংতরাই ভ্যালি মহকুমার নলকাটা বিএসএফ ক্যাম্পে, একটি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। শিবিরে ৫১ জন জওয়ান রক্তদান করেন। এই উদ্যোগ বিএসএফ-এর মূল দায়িত্ব আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষা ছাড়াও মানবতার সেবা এবং জাতীয় কল্যাণে তাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
বিএসএফের এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনই নয়, বরং যুব প্রজন্মকে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের প্রতি সচেতন করা হয়েছে।