আগরতলা, ২৯ নভেম্বর, ২০২৫ঃ
তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত যুবককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন। এতে এলাকাবাসীর সন্দেহ তৈরি হলে মুহূর্তেই তাকে ঘিরে ধরে গণপিটুনি শুরু হয়। রাস্তায় ফেলে মারধরের ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবকটি।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, তিনি বিহার রাজ্যের বাসিন্দা, তবে কেন এই এলাকায় এসেছিলেন তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসন পুরো ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রশাসনের দাবি, যে কোনও সন্দেহজনক পরিস্থিতিতে তথ্য দিয়ে সহযোগিতা করা উচিত, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া বিপজ্জনক ও দণ্ডনীয়।