আগরতলা, ২৯ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার প্রথম বাণিজ্যিক কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন হল শনিবার। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের সইলাপি এলাকায় গ্রোয়িং সিড সংস্থার উদ্যোগে এবং এসআইডিবিআই, আগরতলা শাখার সহযোগিতায় গড়ে ওঠা এই ইউনিটটির উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ, যুব কল্যাণ ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কফি কমন ফ্যাসিলিটি সেন্টারটির উদ্বোধন করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, “কফি চাষকে বাণিজ্যিক মাত্রায় উন্নীত করতে পারলে চাষিরা লাভবান হবেন। ছোট উদ্যোগও বিশ্ববাজারে পৌঁছাতে পারে। আমূল বা লিজ্জত পাপড় এর উদাহরণ।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কফি বাগান পরিদর্শন করেন এবং চাষিদের ভবিষ্যতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উনকোটি হেরিটেজ কফি এর নতুন প্যাকেটজাত কফির আবরণও উন্মোচন করা হয়।
সইলাপির এই কফি কমন ফ্যাসিলিটি সেন্টার, ত্রিপুরার কফি শিল্পের এক নতুন অধ্যায় সূচিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।এই কফি কমন ফ্যাসিলিটি সেন্টারটি কফি সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং এর আধুনিক সুযোগ প্রদান করে চাষিদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।