আগরতলা, ২৯ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার আলু উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি এনেছে অটোমেটিক রিজ কাল্টিভেশন প্রযুক্তি। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ শনিবার কাঞ্চনপুরে কৃষকদের সঙ্গে আলু রোপণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রথাগত পদ্ধতিতে প্রতি কানিতে ২,৫০০ থেকে ৩,০০০ কিলোগ্রাম আলু উৎপাদন হতো, কিন্তু অটোমেটিক রিজ কাল্টিভেশন প্রযুক্তিতে এটি ৯,০০০ থেকে ১০,০০০ কিলোগ্রামে পৌঁছে গেছে। তিনি আরও জানান, ৫৫ জন কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
রতন লাল নাথ জানান, বর্তমানে ত্রিপুরায় প্রায় ২৩,৭০০ কৃষক ৪৭,৩৪১ কানি জমিতে আলু চাষ করছেন। ২০২৮–২৯ অর্থবছরে বীজ আলু উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং ২০২৯–৩০ সালের মধ্যে সম্পূর্ণ আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য রয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ ত্রিপুরার কৃষকদের আরও শক্তিশালী করবে এবং রাজ্যকে আলু উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে নেবে।