আগরতলা, ২৯ নভেম্বর, ২০২৫ঃ
কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ কৃষিজীবী, শ্রমজীবীদের বিভিন্ন দাবি নিয়ে শনিবার ত্রিপুরার আটটি জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অধীন কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিটি জেলা সদর থেকে প্রতিনিধিরা জেলাশাসকদের হাতে রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে একটি দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। প্রদেশ কংগ্রেসের পক্ষে জানানো হয়, জিএসটি পুনর্বিন্যাসের আগেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল। ২২ সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং এখন মূল্যবৃদ্ধি ‘রকেট গতিতে’ হওয়ায় সাধারণ মানুষ গভীর সংকটে পড়েছেন।
কংগ্রেসের পক্ষ থেকে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, কেন্দ্রীয় শ্রম কোড বাতিল করে শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। গ্রামীণ ও রেগা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং বছরে ২০০ দিনের কাজের গ্যারান্টি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে ড. এম.এস. স্বামীনাথন কমিটির সুপারিশ বাস্তবায়ন। রাজ্যে দ্রুত ধান ক্রয় এবং সব কৃষককে ফসল বিমা যোজনার আওতায় আনা। সীমান্তবর্তী কৃষকদের চলাচল ও চাষাবাদের সুবিধার্থে সীমান্ত গেট বৃদ্ধি। ক্ষুদ্র রাবার উৎপাদক এবং পাহাড়ি জুমিয়া কৃষকদের জন্য বিশেষ প্রকল্প চালু করা।
প্রদেশ কংগ্রেসের দাবি, শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।